এই ভালোবাসার কথা আমি কাউকেই বলতে পারছি না

রিপোর্টারের নাম / ৮ দেখা হয়েছে
সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বিঞ্জে মুক্তি পেয়েছে সেকশন ৩০২। ইউটিউবে ট্রেন্ডিংয়ে একাধিক নাটক। বিরতির পরে কাজে ফেরা, প্রেমের গুজবসহ নানা প্রসঙ্গে ‘বিনোদন’–এর সঙ্গে কথা বললেন অভিনেত্রী তাসনুভা তিশা

তাসনুভা তিশা: এবার ফেরার পরে খুবই চিন্তা হচ্ছিল। কেউ আমাকে নিয়ে নাটক বানাবে কি না, কেউ প্রযোজনা করবে কি না, বলা যায় অভিনয় ক্যারিয়ার নিয়েই একধরনের অনিশ্চয়তা ছিল। কারণ, আমাকে নিয়ে কাজ না হলে তো দর্শকের কাছে যেতেও পারব না। কিছু কাজ হলেও শিক্ষার্থীদের আন্দোলনে একের পর এক নাটকের শুটিং বাতিল হচ্ছিল। আবার দেখা গেল, আন্দোলন শেষ। ইউটিউবে নাটকের দর্শক নেই। তার মধ্যে নাটক মুক্তি পাচ্ছিল আর আমি ভয়ে দিন পার করছিলাম। পরে তো দর্শকদের কাছে যেতে পেরেছি।

প্রথম আলো :

আগেও ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছেন, প্রতিবার নতুন করে আবার দর্শকের কাছে আসতে হয়েছে।

তাসনুভা তিশা: বিরতির পরে একেবারে নতুন করেই শুরু করতে হয়। দেখা যায় আমি ফর্মে ছিলাম, নিয়মিত কাজ করছি, সেখানে থেকে ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছি। কিন্তু সময় তো কারও জন্য অপেক্ষা করে না। মা হওয়ার আগে ও পরে দীর্ঘ একটি বিরতি দিয়েছি। যে কারণে দর্শকের আগ্রহ নিয়েই বেশি ভেবেছি, দর্শক আমাকে কতটা নেবে…আমি কি আর ফর্মে ফিরে যেতে পারব। এই জন্য ঠিক পরীক্ষার সময়ের মতো সচেতন হয়ে নিয়মিত ডায়েট, জিম করে শরীর ঠিক করেছি। সেখানে বাধাবিপত্তি পেরিয়ে দুঃসময়েও পাস করে গেছি।

তাসনুভা তিশা: এই সময়ে ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। সেখানে দর্শক আমার নাটক দেখছেন, নিয়মিত অভিনয় করতে পারছি, ওটিটির কাজ করলাম। পরিচালকেরা আমাকে ভাবছেন। এটাই আমার কাছে পাস করার মতো। আবার আগস্ট ১৪ ওয়েব সিরিজের মতো চিত্রনাট্য এখন আর পাচ্ছি না, এটা আমার ব্যর্থতা। এর মধ্যে ব্যাচ ২০২৩, বকুলফুল, নেটওয়ার্কের বাইরেসহ কিছু কাজ করেছি। কিন্তু আমার চরিত্রগুলো সেভাবে দর্শকের কাছে পৌঁছায়নি। এটা বুঝেছি, আমার কাছে দর্শকের প্রত্যাশা অনেক বেশি। চার দিন আগে মুক্তি পাওয়া সেকশন ৩০২ নিয়েও একই কথা বলব।
তাসনুভা তিশা: মহানগর–এর কথা সব সময়ই আমার মাথায় ছিল। সেখানে তো মোশাররফ করিম ভাই সেরা অভিনয় করেছেন। তবে আমি চেয়েছিলাম নারী পুলিশ হিসেবে কোনো চরিত্রকে মাথায় না নিতে। ভালো–মন্দ মিলিয়েই চরিত্রটা। প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করতে গিয়ে দেখলাম কাজটা অনেক কঠিন। কারও সঙ্গে যেন মিলে না যায়, একটা স্বাতন্ত্র্য ধরে রাখার চেষ্টা করেছি। তবে নিজের কাছেই মনে হয়েছে, আমি হয়তো সফল হতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর