নিজেস্ব প্রতিবেদক:-নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বাসস্ট্যান্ডের পিছনের মাঠ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় পাঁচ সদস্য কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গত সোমবার রাতে ঘোড়াশাল পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয় পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকতিয়ার উদ্দিন বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে ঘোড়াশাল পৌরসভার ঘোড়াশাল বাসস্ট্যান্ডের বাস কাউন্টারের পিছনের মাঠে একত্রিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এ সময় আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়। দুটি রামদা, একটি ছেনি দা, দুইটি লোহার রড, আটকৃত আসামীরা হলেন, ঘোড়াশাল ফুলদিরটেক এলাকার মিশু মিয়ার ছেলে মোঃ মিলন (২৫) ঘোড়াশাল খালিসাকারটেক এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ তুষার (২৩) ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক এলাকার জালাল শেখ এর ছেলে মোঃ সৌরভ (১৯)। ঘোড়াশাল খালিসকারটেক এলাকার ওমর আলীর ছেলে মোঃ শরীফ (১৯) খালিসাকারটেক এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ ইব্রাহিম (১৯)। আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে । এ ছাড়া গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, সহ বিভিন্ন একাধিক থানায় মামলা রয়েছে।
Leave a Reply