নিজেস্ব প্রতিবেদক:-নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা লক্ষ্যে জাতীয় নির্দেশনা অনুযায়ী পৌরসভার ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৭শে আগষ্ট রবিবার সকাল ১০ টায় ঘোড়াশাল পৌর মিলনায়তন থেকে ঘোড়াশাল বাজার হয়ে পৌরসভা এসে র্যালিটি শেষ হয় ।
এসময় উপস্থিত ছিলেন-ঘোড়াশাল পৌরসভা মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার।পলাশ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক-এস.এম.মান্নান,পৌর সচিব-মো:তাজেল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা-গোলাম মোহাম্মদ সহ সকল পৌর কাউন্সিলর বৃন্দ।পৌর এলাকার হাসপাতাল -ক্লিনিক প্রতিনিধি, মসজিদ ও মন্দির প্রতিনিধি, স্কুল কলেজ প্রতিনিধি, সামাজিক সংগঠন এর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।