নিজেস্ব প্রতিবেদক:-নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে।
এই উপলক্ষে সোমবার (২১শে আগস্ট) বিকেলে ঘোড়াশাল পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পলাশ
বাসস্ট্যান্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ সংসদ সদস্য আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ড এর সভাপতি সেলিম পাঠান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলম খন্দকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান-সৈয়দ জাবেদ হোসেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,
এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, নরসংদী যুবও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. প্রকৌশলি মাসুদা সিদ্দীকী রোজী।উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক-এস.এম.মান্নান মিয়া।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর,ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা। উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,সাধারণ সম্পাদক-নোমান আহমেদ রাজা প্রমূখ। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।