September 26, 2023, 5:42 am

নরসিংদীতে বিপুল পরিমান মাদক সহ ২ জন আটক

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় Monday, July 24, 2023
  • 74 দেখা হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:–নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রবিবার সকালে নরসিংদী সদর থানার তরোয়াস্থ জেলখানার মোড় মিনার মসজিদের পূর্ব পাশ থেকে ও ২৪ জুলাই সোমবার সকালে শিবপুর থানার ইটাখোলা ধাঁনসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া (২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৮)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আজ (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ,নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান,জেলা গোয়েন্দা শাখার এস আই নঈমুল মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শিবপুরের মুনসেফেরচর ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক আলামিন মিয়াকে ৩০ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। এসময় মাদক সরবরাহে ব্যবহৃত পিকআপটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানার তরোয়াস্থ জেলখানার মোড় মিনার মসজিদের পূর্ব পাশ থেকে আবুল বাশারকে ৩ হাজার ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা মাদক সরবরাহে ব্যবহৃত মোটর সাইকেলটিও গোয়েন্দা পুলিশ জব্দ করেছে

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর