পলাশ প্রতিনিধি:- ডেঙ্গু হতে পারে মহামারী, ব্যবস্থা নেওয়া অতীব জরুরী মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে শুরু হয়েছে সচেতনামূলক ক্যাম্পেইন।
বুধবার (১৯ জুলাই) দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সচেতনতা মূলক সমাবেশ ও লিফলেট বিতরন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কিত বক্তব্য তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গাজী, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহাদাৎ হোসেনসহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।