September 26, 2023, 6:31 am

নরসিংদীর পলাশে দিন ব্যাপি শিক্ষা উপকরণ মেলার অনুষ্ঠিত

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় Monday, July 17, 2023
  • 140 দেখা হয়েছে

পলাশ প্রতিনিধিঃ ‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই স্লোগান নিয়ে পলাশে শুরু হয়েছে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা। নরসিংদী জেলার পলাশে সোমবার ১৭ জুলাই দিন ব্যাপি দুপুরে পলাশ থানা সদর উচ্চ বিদালয়ের এর মেলার আয়োজনে পলাশ থানা সদর উচ্চ বিদালয় উক্ত অনুষ্ঠানে বিদালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হাওয়ালদার, একাডেমিক সুপারপাইজার নাছরিন আক্তার, থানা সদর উচ্চ বিদায়লয়ে পরিচালনা পরিষদের সদস্য আমিনুল ইসলাম গাজী , জগদীশ দেবনাথ, চিত্তরঞ্জন সরকার, শাহাদাত হোসেন সরকার সহ
স্কুলের সহকারী শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা।

উপকরণ মেলায় পলাশ থানা সদর মডেল উচ্চ বিদায়ের ৯ টি স্টলে আকর্ষণীয় উপকরণ প্রদর্শন করা হচ্ছে। অধিকাংশ উপকরণ তৈরি করে শিক্ষার্থীরা। বিশেষ করে অব্যবহৃত জিনিসপত্রকে কাজে লাগিয়ে তৈরি উপকরণগুলো সবার দৃষ্টি আকর্ষণ করছে।
পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে তিন টি সেরা স্টলকে পুরস্কৃত করবেন অতিথিরা।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর