নিজেস্ব প্রতিবেদক:-আজ বৃহস্পতিবার ৬ জুলাই নরসিংদীর নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম মহোদয় দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পূর্বে নবাগত পুলিশ সুপার মহোদয় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে পৌছলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় পুনাক, নরসিংদীর নেতৃবৃন্দ নবাগত পুনাক, নরসিংদীর সভানেত্রী জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এরপর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গাড অব অনার প্রদান করেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।