নিজেস্ব প্রতিবেদক:-ঘোড়াশাল পৌরসভায় কোরবানির পশুর বর্জ্য পূর্বঘোষিত ২৪ ঘণ্টার আগেই অপসারণ করা হয়েছে। ঈঁদের দিন দুপুর থেকে নিরলস কাজ করে বর্জ্য অপসারণ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
ঘোড়াশাল পৌরসভার প্রতিটি মহল্লায় এলাকায় নির্দিষ্ট সময়ের আগেই বৃষ্টিতে ভিজে কাজ শেষ করতে দেখা যায় পরিচ্ছন্নতাকর্মীদের।
ঘোড়াশাল পৌরসভা সচিব মো:তাজেল ইসলাম বলেন-মেয়র মহোদয় জনগনের কাছে ওয়াদা করেছেন ২৪ ঘন্টার মধ্যে কোরবানীর বর্জ্য অপসারন করবেন।তাই তার সুুযোগ্য নেতৃত্বে ও সঠিক দিকনির্দেশনায় ৯ ওয়ার্ডে ৯ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে পরিচ্ছন কর্মী দ্বারা ৯টি টিম গঠন করে ২৪ ঘন্টার আগেই কোরবাননীর বর্জ্য অপসারন করা হয়েছে। বিভিন্ন পাড়া-মহল্লার বাসা-বাড়ির সামনে রাস্তায় পশু কোরবানি হয়েছে। কোরবানির বর্জ্য সংগ্রহ করতে পরিচ্ছন্নতাকর্মীরা ট্রলি, রিক্সা-ভ্যান ও ময়লা বহনকারী ট্রাকে করে নির্দিষ্ট ডাস্টবিন ও স্থানে ডাম্পিং করেন। পরে বর্জ্যগুলো ট্রাকে করে পৌরসভার নির্ধারিত ডাম্পিং করা হয়। পাশাপাশি যেসব স্থানে কোরবানি করা হয়েছে, সেই সব স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নকরণ ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দূষণমুক্ত করা হয়েছে।
ঘোড়াশাল পৌরসভা মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার বলেন, আমার প্রতিশ্রুতি ছিল ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা। পৌরবাসীর সহযোগিতায় ২৪ ঘণ্টা আগে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। প্রতিশ্রুতি পূরণে যারা আমাকে সহযোগিতা করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা বৃষ্টিতে ভিজে নিরলস পরিশ্রম করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। সেজন্য আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
Leave a Reply