September 26, 2023, 7:01 am

পলাশে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় Wednesday, June 28, 2023
  • 125 দেখা হয়েছে

নরসিংদীর পলাশে বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। এতে বিপাকে সাধারণ ভোক্তারা।
সারা দেশের মতো পলাশ ও ঘোড়াশালের বাজারগুলোতেও ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম। গত এক সপ্তাহ ধরেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে মরিচের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে সাধারণ মানুষ।
ক্রেতারা বলছেন, বাজারে মরিচের দাম অনেক চড়া। এতে অনেকে মরিচ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন; আবার অনেকেই স্বল্প পরিমাণে মরিচ কিনছেন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের।
আর বিক্রেতারা বলছেন, মোকামে মরিচের দাম বাড়তি। মূলত বর্ষার মৌসুমে উৎপাদন কম হওয়ায়; বেড়েছে মরিচের দাম। এতে আগের মত মরিচ বিক্রি না হওয়ায় ক্ষতি হচ্ছে। তবে ভারত থেকে আমদানিকৃত মরিচ আসলে দাম কমে আসবে।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর