September 26, 2023, 6:31 am

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ফল উৎসব

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় Thursday, June 22, 2023
  • 369 দেখা হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:-নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ফল উৎসব কলেজ ক্যাম্পাসে স্টলে সারি সারি ভাবে সাজানো রয়েছে বিলুপ্ত ফলসহ প্রায় অর্ধশতাধিক দেশীয় ফল। ১০টি স্টলে দেশিয় ফলের সমারোহে উৎসবমুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। নরসিংদীতে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

আজ বৃহস্পতিবার (২২ জুন) দিনব্যাপী জেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দেশিয় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ফল উৎসবের স্টলে আম, জাম, কাঠাল, লিচু,কলা, আনারস, পেপে ছাড়াও বিলুপ্ত প্রায় বেশকিছু ফল অরবরই, গাব, বিলাতি গাব, করমচা, টিপ ফল, ডেউয়া, ডুমুর, ত্বীন ফল, জামবুড়া, কামরাঙ্গা ইত্যাদি দেশীয় ফলের ৫৫ টি আইটেম স্থান পেয়েছে। আর এসব ফল কলেজ ক্যাম্পাসে প্রদর্শনের সময় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিলুপ্ত ফলের সাথে পরিচয় এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে বেশ উচ্ছাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান জানান, দেশিয় সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসে এই ফল উৎসব করা হয়। এতে শিক্ষার্থীদের হাতে কলমে ফলের সঙ্গে পরিচিত করানো হয়। একই সাথে কোন ফলের কি উপকারিতা তাও তুলে ধরা হয় এই ফল উৎসবে। পরে প্রদর্শনী শেষে এসব ফল অতিথিদের কেটে খাওয়ানো হয়।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর