নিজেস্ব প্রতিবেদক:-আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঘোড়াশাল পৌরসভা মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার এর নির্দেশক্রমে বাড়িতে বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ এর কার্ড বিতরণ করেন-পলাশ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক-এস.এম.মান্নান।
যানা যায়,রবিবার সকাল থেকে পৌর এলাকার ৫ ও ৬ নং ওয়ার্ডের উত্তর চরপাড়া,পাইকসা,টেংগড় পাড়া,চামরাবো,সরকারটেক,বনিক পাড়া,কোমারটেক,দারারটেক,সহ কয়েকটি মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে দুস্ত ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর কার্ড তুলে দেন এস.এস.মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন-ঘোড়াশাল পৌরসভা ছাএলীগের সভাপতি-সৈয়দ কামরুল হাসান। নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক-পপী রানী সাহাসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাএলীগের নেতা কর্মীরা।
সোমবার পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে প্রায়-৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফ-এর ১০ কেজি করে চাউল বিতরণ করবেন ঘোড়াশাল পৌরসভা মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার।
Leave a Reply