September 26, 2023, 6:42 am

পলাশে মাদক ও বাল্যবিবাহকে শিক্ষার্থীদের লাল কার্ড

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় Monday, June 12, 2023
  • 145 দেখা হয়েছে

পলাশ প্রতিনিধি:-নরসিংদীর পলাশে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। উপজেলার চরসিন্দুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রায় ১৫শ শিক্ষার্থী এ কার্ড প্রদর্শন করেন।

পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলার চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন তুষার, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার।

মতবিনিময় সভায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর