মো:সালাউদ্দিন আহমেদ:-মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেড় ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন।
গত শনিবার সন্ধায় নরসিংদী শহরের পূর্ব ভেলানগর মহল্লায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলো, দুলন মিয়া (৫০) ও তার ভাতিজা হাবিব মিয়া (৩০)। অভিযোগ দায়েরের পর আজ সোমবার সকালে পুনরায় দুলন মিয়ার উপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব ভেলানগর কলাবাগান মহল্লার জামে মসজিদ এর বিভিন্ন অনিয়ম ও মোতায়াল্লী বকুলের একক সিদ্ধান্তে সভাপতি নির্বাচন করায় প্রতিবাদ করেন দুলন মিয়া। প্রতিবাদ করার কারনে আসাদ মিয়া ও বকুল মিয়ার লোকজন তার উপর ক্ষিপ্ত হয়। সেই কারনে বকুল মিয়া, তার ছেলে রিশাদ মিয়া, আল-আমিন, রিয়াদ মিয়াসহ প্রায় ১০ থেকে ১২জন দুলন মিয়াকে মসজিদের সামনে আক্রমন করে। এসময় তার ডাক-চিৎকারে ভাতিজা হাবিব মিয়া এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনায় আহত দুলন মিয়ার স্ত্রী রতœা বেগম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মসজিদের সদ্য বিদায়ী কমিটির সভাপতি রহমত আলী জানান, প্রায় ১৩ বছর ধরে মসজিদ পরিচালনার পর গত শনিবার মুসুল্লিদের উপস্থিতিতে সভায় কমিটি বিল্প্তু করা হয়। বিলুপ্ত হবার পর মোতায়াল্লী বকুল মিয়া তার একক সিদ্ধান্তে আগের সাধারন সম্পাদক আসাদ মিয়া কে সভাপতি ঘোষনা করলে এখানে বাদানুবাদের সুষ্টি হয়। বকুলের ছেলেরা দুলন মিয়ার উপর চড়াও হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাশেম ভুইয়া বলেন, এই ঘটনায় ৩জন কে আটক করা হয়েছিল। তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply