September 26, 2023, 5:14 am

চিত্রনায়ক ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরাফাত

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় Friday, June 9, 2023
  • 141 দেখা হয়েছে

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ড সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ খবর জানান।

এর আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে গত ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এসময় ২২ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আরও পড়ুন: পরিত্যক্ত কূপ সচল, দৈনিক আট মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন

এরপর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

 

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর