June 10, 2023, 9:04 pm

রায়পুরা ডৌকাচরে শিক্ষার আলো ছড়াচ্ছে বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়

মাসুদ রানা বাবুল
  • আপডেট সময় Friday, May 26, 2023
  • 66 দেখা হয়েছে

মাসুদ রানা বাবুল:-নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়টি, নরসিংদী রায়পুরা উপজেলা ডৌকারচর ইউনিয়নে বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ বিদ্যাপীঠ ঐ অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে বিদ্যালয়টি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মমতাজউদ্দিন আহমেদ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার আলো ছড়াচ্ছে উক্ত বিদ্যালয়টি।বিশেষ করে প্রধান শিক্ষক আমিনুল কবির প্রধান ২০১৯ সালে যোগদান করার পর থেকে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ৬৫০ জন নিয়মিত শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়ে , পাশের হার ৯৫% পারসেন্ট । শিক্ষক স্টাফ ২৪ জন । বিদ্যালয়টির বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী ইন্জিনিয়ার শফিক খন্দকার এই প্রতিবেদককে বর্তমান সভাপতি জানান আমাদের বিদ্যালয়টিতে আমিনুল স্যার যোগদান করার পর থেকে কাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে ।বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়কে একটি উন্নত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই এবং এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হবে স্মার্ট শিক্ষার্থী ।
প্রধান শিক্ষক আমিনুল কবির প্রধান বলেন, আমরা পরিচালনা পরিষদের সহযোগিতায় শিক্ষক মন্ডলী সম্মিলিতভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি বর্তমানে আমাদের বিদ্যালয়ে ফলাফল ভালো। ভবিষ্যতে আরো উন্নয়ন হবে আমি এলাকাবাসীর সাহায্য সহযোগিতা চাই এবং দোয়া চাই ।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর