June 10, 2023, 9:47 pm

আইনজীবী ও সাংবাদিকদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের বিরূপ মন্তব্য-নিন্দা

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় Wednesday, May 24, 2023
  • 122 দেখা হয়েছে

নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বলেছেন”সারাবিশ্বে উকিল আর সাংবাদিকদের সবচেয়ে সস্তায় পাওয়া যায়।’ তার এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাংবাদিক ও আইনজীবী মহলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

গত সোমবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ভূমি অফিস কর্তৃক আয়োজিত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উপলক্ষে র‌্যালি ও অবহিতকরণ সভায় এমন মন্তব্য করেন লায়লা কানিজ।
এদিকে, রায়পুরার মতো বৃহৎ উপজেলায় চেয়ারম্যান হিসেবে লায়লা কানিজ কতটুকু কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্নের।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন বাসিন্দা বলেন, বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছেন বলেই তার (লালয়া কানিজ) মধ্যে উকিল ও সাংবাদিকদের নিয়ে এমন ধারণার জন্ম হয়েছে। উনার কাছ থেকে বেশি কিছু উপজেলাবাসী আশা করে না। ফলে আমি তার এমন মন্তব্যের দোষ দেখছি না।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রায়পুর উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকী আমাদের নরসিংদী ডটকমকে বলেন, ‘আমি এমনভাবে কথাটি বলিনি। আমি অন্য বিষয়ে বুঝাতে চেয়েছি। এ বক্তব্যটি কেটেকুটে ছোট করা হয়েছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজরুল ইসলাম আমাদের নরসিংদী ডটকমকে বলেন, ‘কোনো উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে কোনো আইনজীবী সমাজ ও সাংবাদিক সমাজ এমন বক্তব্য আশা করে না।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব আমাদের নরসিংদী ডটকমকে বলেন,তিনি চেয়ারম্যানের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসককে অব্যহিত করেছি। লায়লা কানিজ যা বলেছেন তাতে পুরো সাংবাদিক সমাজের কাছে উনাকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করবো।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর