June 10, 2023, 8:27 pm

পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের (২০২৩-২৪) অর্থবছরের বাজেট ঘোষণা 

পারভেজ আহমেদ
  • আপডেট সময় Tuesday, May 23, 2023
  • 92 দেখা হয়েছে

পারভেজ আহমেদ-নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩মে) সকাল ১১ঘটিকায় ডাংগা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। উক্ত বাজেট ঘোষণা করেন , অনুষ্ঠান এর সভাপতি ও ডাংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাবের উল হাই।ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৪ শত ৯০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫কোটি ৩৬লাখ ৪৫ হাজার ৪শত ৬৭টাকা, উদ্বৃত্ত তহবিল ৫ লাখ ৪০হাজার ২৩ টাকা। এছাড়াও বাজেটে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।এসময় ডাংগা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নিবার্হী অফিসার মোঃ রবিউল আলম ।এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক,ইউনিয়নের সকল সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর