জুয়া এবং মাদক মুক্ত বাহাদুরশাদী গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন কালীগঞ্জের শান্তিকন্যা মেহের আফরোজ চুমকী(এমপির)সৈনিক আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম।
গাজীপুরের কালিগঞ্জে বাহাদুর শাদী ইউনিয়নের আনাচে-কানাচে গড়ে ওঠা মাদক এবং জুয়ার আড্ডা বন্দে নিরলস অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
আমাদের নরসিংদী ডটকম পএিকার সাথে একান্ত সাক্ষাৎকারো তিনি বলেন,আমি ব্যক্তিগতভাবে কয়েকবার এসব মাদক সেবী এবং জুয়ারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছি কিন্তু বর্তমানে এর প্রভাব সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাই আমি বাহাদুরসাদি ইউনিয়নের এসব জঘন্যতম অনৈতিক কার্যকলাপ বন্দে স্থানীয় প্রশাসনের এবং অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন আহমেদের সুদৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আমরা যুবলীগ আওয়ামী লীগ এবং অন্যান্যত সংগঠনের নেতা কর্মীরা কালীগঞ্জের শান্তি কন্যা জনাবা মেহের আফরোজ চুমকি আপার নেতৃত্বে এদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ পাশাপাশি আমি এসব জুয়াখোর মাদক সেবিদের মদদ দাতাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি
Leave a Reply