মাহবুব সৈয়দ-বঙ্গবন্ধুর আদর্শের মহান নেতা সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন।বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)এর সম্মানিত সভাপতি জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)এর চার চার বার সেরা কর এউার্ট পুরুস্কার প্রাপ্ত বর্তমান উন্নয়নশীল পলাশের রূপকার জননেতা কামরুল আশরাফ খান পোটন।বঙ্গবন্ধুর আদর্শ ও নীতির অনুসারিত হয়ে মানুষের কল্যান সাধনের অগ্রগতিতে অগ্রনায়কের ভূমিকায় অবতীর্ণ তিনি রাজনীতির প্রকৃত মূলমন্ত্র এবং আদর্শের প্রতীক হয়ে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর নিঃস্বার্থ মানবসেবা ও পলাশের গণমানুষের একমাত্র আস্থা ও ভালোবাসার প্রতীক পলাশ বাসীর দিন বদলের প্রিয় মানুষ,তিনি আজ পলাশ বাসীর হৃদয়ে বিরাজমান সর্বত্র। সর্বোপরি-বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের একজন দৃঢচেতা সৈনিক।
সাধারণ মানুষের কল্যানের জন্যই তাঁর রাজনীতি! তাঁর রাজনীতিতে গরীব-ধনী বৈষম্য নেই, উঁচু-নীচু নেই,ধর্ম-বর্ণ নেই,মানব সেবাই তাঁর প্রধান কাজ। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে আগলে নিয়েই তাঁর পথচলা। সেই দর্শনের জন্যই তিনি জীবনে নানা প্রতিকূলতা পাড়ি দিয়েছেন,শাসক শক্তির অনুসারি হয়েছেন। রক্তচক্ষু উপেক্ষা করেই তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন অবিরাম।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে, নরসিংদী ০২ সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন মহোদয় এর নেতৃত্বে করোনা পাদূর্ভাব এ জীবনের ঝুকি নিয়ে সাধারন মানুষের সেবা করে প্রমান করেছেন যে তিনি পলাশবাসীর গর্ব,পলাশের জনগনের নয়ন মনি,পলাশের অসহায় ও সাধারন খেটে খাওয়া মানুষের পকৃত বন্ধু,মানবিক নেতা-কামরুল আশরাফ খান পোটন।পলাশের সাধারন জনগনের পাশে থেকে সবার মুখে হাসি ফুটিয়ে আপনিই প্রমান করেছেন রাজনীতি ই সেবা, সেবাই রাজনীতি। সাবেক সফল সাংসদ জনাব আলহাজ কামরুল আশরাফ খান পোটন মাএ পাঁচ বছরে অবহেলিত পলাশের জনপথে ব্যাপক উন্নয়ন সহ আধুনিক,স্বশিক্ষিত,মাদক মুক্ত,সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তুলেছেন। সারাদেশের পলাশকে রোল মডেল হিসেবে গড়ে তোলেছেন।বলাবাহুল্ল ২০১৪ সালে কামরুল আশরাফ খান পোটন-এমপি নির্বাচিত হয়ে নরসিংদী ২ নির্বাচনী এলাকার প্রত্যেক ওয়ার্ড,ইউনিয়ন,পৌরসভায়,প্রতি সেক্টরে আওয়ামী সমর্থকদের কে ভোটের মাধ্যমে নির্বাচিত করে পলাশের রাজনিতিতে আওয়ামীলিগের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন।যা স্বরণীয় হয়ে রয়েছে।তিনি এমপি হওয়ার পূর্বে,এমপি হয়ে এবং এমপিত্ব ছেড়ে দিয়েও পলাশের সর্বস্তরের মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।