বিগত ৩০/০৪/২০২৩ তারিখ নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা বাজারের সনাতন ধর্মাবলম্বী শ্রী জহরলাল নন্দীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান স্বর্ণের দোকানে রাত আনুমানিক ৮.১৫ মিনিটে কতিপয় দুর্বৃত্ত জোরপূর্বক ঢুকে জহরলাল নন্দীকে ঘোরতর জখম ও রক্তাক্ত করে এবং তার দোকানে অবস্থান করা একজন ক্রেতাকে ও ছুরিকাঘাত করে এবং দোকান থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে বলে জহরলাল নন্দী আমাদেরকে জানিয়েছেন।
আমরা নরসিংদী জেলা ও পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ আজ ০২/০৫/২০২৩ তারিখ জহরলাল নন্দীর নিজ বাড়িতে উনার শারীরিক খোঁজখবর নিতে যাই। আমরা ইতোমধ্যে প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষকে উক্ত ঘটনাটি অবগত করেছি।
আজ আমাদের টিমে আমি সুব্রত কুমার দাস, সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাথে ছিলেন প্রণব সাহা সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ, অসিত চন্দ্র দাস, সভাপতি, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ, সুব্রত কুমার দত্ত, সাধারণ সম্পাদক, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ, অজিত চন্দ্র দাস, সহ-সভাপতি পলাশ উপজেলা পরিষদ, নারায়ণ সিংহ, সহ-সভাপতি পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ, পপি রাণী সাহা, মহিলা সম্পাদিকা, পলাশ উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিজয় সাহা, সদস্য, নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদ, নূপুর সাহা, সদস্য, নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইতোমধ্যে প্রশাসনের তরফ থেকে গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রশাসনের নিকট অনুরোধ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।
সুব্রত কুমার কুমার দাস(সাধারণত সম্পাদক-নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ)এর ফেসবুক প্রফাইল থেকে নেয়া।