June 10, 2023, 9:37 pm

কবি আরিফ মঈনুদ্দীন : একজন সাহিত্যের বহমান নদী

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় Thursday, May 4, 2023
  • 51 দেখা হয়েছে

আরিফ মঈনুদ্দীনের জন্মভূমি সাগর কন্যা নোয়াখালী জেলার দাগনভূঁইয়া জনপদের
রম্যভূমিতে। বৃহত্তর নোয়াখালীর শষ্য- শ্যামল নীল নিসর্গ তাঁর কবি মানস সংঘটিত করেছে।
এখানকার লোকজীবনের সারল্য, কথা ও সাহিত্যরস, অনুরণিত ও উৎসাহিত করেছে
জীবনবোধে- আর তা তাঁর কবিতা – কাব্যে উপন্যাসে ও গল্পে প্রতিফলিত হয়েছে।
আমি তাঁর চারণভূমিতে কৈশোরে – যৌবনে ছাত্র জীবনে অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। নোয়াখালীর একাধিক অঞ্চলের মতো
এখানকার মানুষ অতিথি বৎসল, বন্ধু প্রতিম এবং গল্প- গুজব, আড্ডা প্রিয়। অতিথিদের ধরে
রাখতে চায় একান্ত আবেগে – যা এ জেলার লোক জীবন, লোকধর্ম, লোক দর্শন, সাহিত্য – সংস্কৃতিকে ভিন্ন মাত্রায় অভিষিক্ত করেছে।
এ জগতে তাঁর ও আমার আগমন চন্দ্রবর্ষ হিসেবে একই সময়ে। সে হিসেবে আমরা দুজনই একই নৌকার চড়নদার। অথচ তিনি মাঝি, আমি দাঁড়িও নই, গুণটানার ক্ষমতা নেই।

আমি তার কাব্যকলা, সাহিত্য কীর্তি ও কর্মের সাথে খুববেশী পরিচিত নই। তাঁর দুটো গ্রন্থ পড়ার সৌভাগ্য হয়েছে আমার অনুজ পরিব্রাজক -কবি মাইন সরকারের কল্যাণে।
কবির ব্যক্তি জীবনের অনুভূতি সমূহ অজানা
থাকলেও সত্যিকার লেখককে জানতে তেমন কসরৎ করতে হয় না– বোদ্ধারা বুজে যায়,
কমভক্তরা প্রশ্ন তোলে— খিস্তি – খেউর করে।
একজন শিল্পীকে চিনতে তুলির এক আঁচড়ই
যথেষ্ট আর একজন লেখককে চিনতে জানতে হলে তার কলমের একটা খোঁচাই যথেষ্ট।
কবির “আকাশ ছুয়েছে মন”– উপন্যাস, আর
” একজন রোহিঙ্গার স্বগতোক্তি ” কাব্য পাঠ করে আমার এ প্রতীতি জন্মেছে যে, একজন পাঠককে, অনুসন্ধিৎসু পাঠককে কাব্যে ধরে রাখার জাদুময়তা তাঁর কাব্যের অন্যতম বিভূতি। বহমান নদীর মতোই তাঁর কাব্যকলা পাঠককে বয়ে নিয়ে যায় দূরতম প্রদেশে।
কবির ভাণ্ডারে গোলাভরা শব্দ আছে, ভাষা আছে বাংলাভাষায় কবি ঋদ্ধ। বিশেষত
“আকাশ ছুয়েছে মন ” উপন্যাসে শব্দ ও ভাষা অত্যন্ত সু-সাদৃশ, চমৎকার গাঁথুনি, কোথাও মেদ নেই, টাটকা সেভের মতো জ্বল জ্বলে।
কবির সঞ্চিত, জ্ঞাত বাংলা শব্দ, প্রতিশব্দ, ব্যবহারিক, উপমা– উৎপ্রেক্ষা- অলংকারের
ব্যবহার আমার ভালো লেগেছে। পরিশেষে একটা কথাই বলবো একজন প্রকৃত লেখকের লেখাই পাঠক তৈরী করে; তার জন্য পাঠক তৈরির সেমিনার করার দরকার হয় না আরিফ মঈনুদ্দীন তেমন একজন প্রকৃত লেখক।

সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর