নিজস্ব প্রতিবেদক।।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ধীন ১৮ নং শুকানপুকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
সদস্য, সদর উপজেলা আওয়ামি লীগ ঠাকুরগাঁও, যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মোঃ আনিছুর রহমানে বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্রদের বিরুদ্ধে ছাত্রলীগ ক্যাডাদের অস্ত্র সরবরাহ করা সহ জেলা বি এন পি অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করলেও তার বিরুদ্ধে অজ্ঞাত কারনে কোন মামলা হয়নি।এ ছাড়া এই সন্ত্রাসী চেয়ারম্যান এর বিরুদ্ধে আনীত অভিযোগ নিম্নরূপ।
১/পাথরাজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক থাকাকালীন বিগত সাত আট বছর স্কুলে হাজির না থেকেও নিয়মিত বেতন উত্তোলন অব্যাহত।
২/আওয়ামী লীগ সরকারের আমলে পূর্ব শুকাননপুখুরী গুচ্ছগ্রামের ৭০ থেকে ৮০ লাখ টাকা আত্মসাৎ।
৩/জাঠিভাঙ্গা এস সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য।
৪/কালিকা গাও দাখিল মাদ্রাসার সভাপতি থাকে কালীন ২টি নিয়োগে ৩০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য।
৫/ ৪ আগস্ট ২০২৪ বিএনপি পার্টি অফিস পুড়িয়ে দেয়া হয় তার নেতৃত্বে।
গোপন সুত্রে জানা যায়,সম্প্রতি আইনের কাছে পলাতক থেকেও এই কুখ্যাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান , ১৮ নং শুখানপুখুরি ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক নূরনবী, সহ সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম , সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মানিক সরকার, ইউনিয়ন বিএনপি সদস্য দুলাল, এর নেতৃত্বে গোপন মিটিং করে বিএনপির সঙ্গে হাত মিলিয়ে আবারো ইউনিয়ন পরিষদ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
তার বিরুদ্ধে কোন প্রকার মামলা হয়নি এখনো। অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ সাজায় দণ্ডিত করার জন্য ১৮ নং শুখানপুকুরী ইউনিয়ন বাসি স্থানীয় প্রশাসন সহ জেলা বি এন পি নেতাদের কাছে আবেদন জানিয়েছেন।
প্রকাশক : মাহবুব সৈয়দ
এডিটর : মামুন শাহ পিংকু l মোবাইল : 01312-747096
ডিজাইন : মো শফিকুল ইসলাম l যোগাযোগ :01935-922009