মো:বেলায়েত হোসেন, পলাশ -নরসিংদী।
পলাশ থানার ওসির জিরো ট্রলারেন্স নীতি মাদক ও অপরাধ দমনে অনুকরণীয় পদক্ষেপ নিবেন পলাশ থানার নবাগত ওসি মো: মনির হোসেন, পলাশ থানার পুলিশ বাহিনী জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রাখছেন।
ওসি মোঃ মনির হোসেন মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। তার তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে বহু মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।
পলাশ থানার ওসি মো: মনির হোসেন
বলেন আমি এই থানায় ০৬ফেব্রুয়ারি ২০২৫ যোগদানের পরেই ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকার সময় পলাশ থানাধীন বালিয়া মোড়ের অনন্ত কুমার ধর (২০) নামের এক যুবক ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, মুসলমানদের বিশ্বাসকে অবমাননা করে, উক্ত ঘটনার পর সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ রাগে ক্ষোভে অনন্ত কুমার ধরের বাড়ি ঘেরাও করে ভাঙচুর করার চেষ্টা করলে সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ তাৎক্ষণিক অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধর্মকে অবমাননার দাবিতে ০১ ঘণ্টার মধ্যে মনোহরদী থানাধীন চালাকচর এলাকা হইতে ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করে পলাশ থানার মামলা নং০৫(০২)২৫ রুজু করতঃ এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পলাশ থানা মামলা নং-০৪ (০২)২৫, উদ্ধার-১১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০১(এক) জন আসামী গ্রেফতার, পলাশ থানা মামলা নং-০৬(০২)২৫, উদ্ধার-৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) জন আসামী গ্রেফতার, পলাশ থানা মামলা নং-০৮ (০২)২৫, উদ্ধার-৫০০ (পাঁচশত) গ্রাম, ০১(এক) জন আসামী গ্রেফতার, পলাশ থানা মামলা নং-০৯ (০২)২৫, উদ্ধার-১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ (দুই) জন আসামী গ্রেফতার, পলাশ থানা মামলা নং-১২ (০২)২৫, উদ্ধার-৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ বাংলাদেশী মুদ্রায় ১,৪০,৬৯০/-টাকা, ০১ (এক) জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেন। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) জন ছিনতাইকারীকে গ্রেফতার করে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করেন। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য পলাশ থানা এলাকায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা রুজু করতঃ ০৮ জন আসামী গ্রেফতার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। এছাড়াও জিআর পরোয়ানাভুক্ত ০৯ জন, সিআর পরোয়ানাভুক্ত-০৩ জন, ও জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ওসি মোঃ মনির হোসেন আরও বলেন পলাশ থানার টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে রাতেও দিনে যেকোনো ধরনের অপরাধ দ্রুত প্রতিরোধ করা যায়। পুলিশ সদস্যরা নিয়মিত বিভিন্ন বাজার শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নজরদারি করছে, যাতে চুরি ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে থাকে। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করছেন। নিয়মিত সভার মাধ্যমে তিনি মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছেন এবং তরুণ সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করছেন।
পলাশ থানায় যোগদান এর আগে ওসি মোঃ মনির হোসেন ২০১৬ থেকে বিগত ৯ বছর পিবিআইতে ছিলেন এবং সুনাম ও
স্বচ্ছতার সহিত কাজ করেছেন। ১৯৯৩ সালে পুলিশে যোগদান করা কুমিল্লা জেলার বাসিন্দা পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন পুলিশের বিভিন্ন দপ্তরে নিষ্ঠার সাথে স্বীয় দায়িত্ব পালন করছেন।
ওসি মোঃ মনির হোসেন এর এই কঠোর ও কার্যকরী পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। তারা বলছে ওসি স্যাররের কঠোর মনোভাবের কারণে মাদক ব্যবসায়ীরা আর সাহস পাচ্ছে না।
পলাশ থানার ওসি মো:মনির হোসেন এর জিরো ট্রলারেন্স নীতি ও মাদক নির্মুল অভিযান পলাশ থানার সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পলাশ থানার সচেতন নাগরিকগণ ওসি মোঃ মনির হোসেন এর এই জিরো ট্রলারেন্স নীতি অন্যান্য থানার জন্যও উদাহরণ হতে পারে বলে মনে করেন।
ওসি মোঃ মনির হোসেন এর নেতৃত্বে পলাশ থানা মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।