পলাশ নরসিংদী :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে বাহারি রকমের পিঠার সারি বসিয়েছে শিক্ষার্থীরা। বুধবার বিকালে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে তারুণ্যের উৎসব নামক আয়োজনে এসব বাহারি রকম পিঠার সারি বসিয়ে দর্শনার্থীদের নজর কারেন শিক্ষার্থীরা। এতে জায়গা পায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাহারি পিঠা। এর মধ্যে ছিল দুধচিতই, দুধপুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা ও পানতুয়া।
বিলুপ্ত প্রায় এসব পিঠাকে নতুন রূপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরাও। মাঘের শীত উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মেতে ওঠে কয়েক হাজার মানুষ। পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও তারুণ্য উৎসবের আহ্বায়ক বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ জাকারিয়া মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদসহ স্থানীয় গন্যমান্য বর্গ।
এরপর পলিথিন, প্লাস্টিক বর্জন, পরিবেশ সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, উদ্বোধন উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ৩৬ জুলাই উপলক্ষে ব্যানার প্রদর্শন ও বিপ্লবের প্রেক্ষাপট এবং ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা ও তারণ্য মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশক : মাহবুব সৈয়দ
এডিটর : মামুন শাহ পিংকু l মোবাইল : 01312-747096
ডিজাইন : মো শফিকুল ইসলাম l যোগাযোগ :01935-922009