পলাশ নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদী পলাশ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান গাজীর হামলায় ৩ শিক্ষার্থী সহ অভিভাবক আহত হয়েছে।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা যায়, রবিবার দুপুরে পলাশ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বিল্লাল হোসেনের খুঁজে তার ভাগিনা আবিদ মিয়া স্কুলে আসেন।তখন সহকারী শিক্ষক নুরুজ্জামান গাজী আবিদকে আটক করে বলেন কার অনুমতি নিয়ে তুই স্কুলে প্রবেশ করছোত।তোর অভিভাবকদের খবর দে। এই বলে শিক্ষার্থী বিল্লাল,মাসুম ও তার ভাগিনা আবিদকে নুরুজ্জামান গাজীসহ ১০ থেকে ১৫ জন মিলে বেধরম পিটিয়ে
আহত করে।পরে ঐ শিক্ষার্থীর অভিভাবক খোকন মিয়া আসলে তাকেও পিটিয়ে স্কুল থেকে বের করে দিতে বলেন নুরুজ্জামান গাজী।
স্কুলের অভিভাবক খোকন মিয়া অভিযোগ করে বলেন,নুরুজ্জামান গাজী অন্যায়ভাবে আমার সন্তান ও নাতীকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বেদরম পিটিয়েছে এবং আমি তা জিজ্ঞাস করতে গেলে আমার উপরও হাত তুলে।দীঘদিন ধরে নুরুজ্জামান গাজী বিভিন্ন অপকর্ম ও দুর্নীতি করে আসছে।আমি নিজেও তার বিভিন্ন অপকর্ম ঢাকা দিতে সহযোগিতা করেছি বিগত দিন। কিন্তু আজ উনি আমার উপরে যেভাবে উনার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করিয়েছেন এটা কোন শিক্ষকের কাজ হতে পারে না। উনি শিক্ষক নামের কলঙ্ক।
আব্দুল মোতালেব নামে একজন অভিভাবক বলেন, আওয়ামী লীগের আমলে তার চাচা পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামন গাজীর নাম ভাঙ্গিয়ে বহু অপকর্ম করেছে নুরুজ্জামান গাজী। এখন সে বিএনপির লেবাস পড়ে আবারো অপকর্মে জড়িত হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী,অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষক নামের কলঙ্ক নুরুজ্জামান গাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
প্রকাশক : মাহবুব সৈয়দ
এডিটর : মামুন শাহ পিংকু l মোবাইল : 01312-747096
ডিজাইন : মো শফিকুল ইসলাম l যোগাযোগ :01935-922009