হাজী জাহিদ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়ায় লাঠির আঘাতে ওবায়দুল হক (৫০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ৭ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার আসামিরা হলেন হান্নান মিয়া , হিরন মিয়া, রিফাত মিয়া, নয়ন , রায়হান হোসেন, রনি ও পিয়াস । এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।পুলিশ ইতিমধ্যে মামলার এক নম্বর আসামি হান্নান নামে একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল ৯ টার দিকে ঘোড়াশাল মিয়াপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ঝগড়া দেখতে যান ওবায়দুল হক ও তার ছেলে সোহাগ।ঝগড়ার এক পর্যায়ে ওবায়দুল হক ঝগড়া থামাতে অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী হান্নান মিয়ার ছেলে হিরন মিয়া, রিফাত মিয়া, নজরুলের ছেলে নয়ন ,শহীদুল্লাহর ছেলে রায়হান হোসেন, আনিস মিয়ার ছেলে রনিসহ কয়েকজন লাঠি দিয়ে ওবায়দুলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।এ ঘটনায় তার ছেলে সোহাগ মিয়াও আঘাত প্রাপ্ত হয়। পরে আহত অবস্থায় ওবায়দুল হককে জরুরী ভিত্তিতে প্রথমে ঘোড়াশালে রওশন হাসপাতালে পরবর্তীতে ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ওবায়দুল হক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
প্রকাশক : মাহবুব সৈয়দ
এডিটর : মামুন শাহ পিংকু l মোবাইল : 01312-747096
ডিজাইন : মো শফিকুল ইসলাম l যোগাযোগ :01935-922009