নরসিংদীর ঘোড়াশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩৫ দেখা হয়েছে
সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
oppo_2

পলাশ(নরসিংদী)প্রতিনিধি:-
নরসিংদী পলাশে ডক্টর’স পয়েন্ট কনসালটেশন সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ নভেম্বর)ঘোড়াশাল ডাঃনূর মহসিন গালর্স স্কুল এন্ড কলেজে বিকাল ৩ টা থেকে ৭ টা পর্যন্ত ৯২৫ জন নারী,পুরুষ ও শিশুদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।ফ্রি ক্যাম্পে রোগী দেখেন,ডাঃমোঃফাহাদ কবির,ডাঃসিরাজাম মুনিরা(মীম),ডাঃসাইফুল ইসলাম সোহাগ,ডাঃরিফাত ফারজানা মিরা।
এ সময় সেবা নিতে আসা দিপ্ত দাস, রহিমা বেগম,আবদুল সোবহান,আফসানা আক্তার নামে রোগীরা জানান,অন্যান্য সময়ে ডাক্তারের চিকিৎসা সেবা নিতে ৫০০ থেকে ৮০০ টাকা ভিজিট দিতে হয়েছে। এর বিপরীতে আজ ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহন করে আমরা অনেক খুশি হয়েছি।
ডক্টর পয়েন্ট কনসালটেশন সেন্টারের পরিচালক-ডাঃমোঃফাহাদ কবির বলেন, পলাশ উপজেলায় অনেক সময় অনেকে টাকার জন্য চিকিৎসা সেবা গ্রহন করতে পারছে না। আমি এই এলাকার সন্তান হিসেবে আমার দায়বদ্ধতা থেকে,সেই সব মানুষের জন্য উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর