স্টাফ রিপোর্টার :
নরসিংদী শহরের শাপলাচত্বর, গাবতলী,
বীরপুর এলাকা থেকে প্রায়
শতাধিক অবৈধ গ্যাস সংযোগ
বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন
কর্তৃপক্ষ । জানা যায়, শহরের
বিভিন্ন বাড়িতে থাকা অবৈধ গ্যাস
সংযোগ থেকে প্রতিমাসে তিতাস
গ্যাস অফিস এর নাম ভাঙ্গিয়ে
রানা ওরফে মোটা রানা, ,হালিম, নুরু, ও নুরুল হক নামে
একটি প্রতারক চক্র টাকা কালেকশন করতেন এই অভিযোগ তিতাস গ্যাস কর্তৃপক্ষের
কাছে আসলে গত বৃহস্পতি বার তিতাসগ্যাস এর ব্যবস্থাপক
মো. মাকসুদুর রহমান নেতৃত্বে শহরের শাপলাচত্বর,
গাবতলী ও বীরপুর এলাকার
বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ
গ্যাস সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয় ।
নরসিংদী তিতাস গ্যাস এর
ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান নরসিংদী জেলায় কোন অবৈধ সংযোগ থাকবেন না অভিযান অব্যাহত থাকবে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ।
সেই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। দালাল চক্রের সদস্য_ মোটা রানা, তুষার, নুরুল হক , হালিম, নুরু গং এর নেতৃত্বে পহেলা জানুয়ারি সকাল ১১ টায় তিতাস গ্যাসের সহকারি কর্মকর্তা আবু তাহের ও অন্যান্য স্টাফরা নাস্তা খেতে দোকানে গেলে
তাদের উপর হামলা চালায় ।
রানা ,হালিম ,নুরুল হক গং আবু তাহেরকে মারপিট করে এ ব্যাপারে বর্তমানের নিন্দার ঝড় উঠেছে। এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশনের কর্মকর্তা আবু তাহের বলেন চাঁদাবাজ ধান্দাবাজদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করায় আজকে আমার উপর হামলা হয়েছে আমি রানা ,তুষার ,নুরুল হক হালিম গং দের বিচার চাই। তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং বাসা বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে জেলা জুড়ে মাসোয়ারা উঠাচ্ছে আমরা সরকারি লোক রাজস্ব আদায় করি প্রতিবাদ করলে আমাদের উপরে হামলা চালায় আমি তাদের বিচার চাই ।
প্রকাশক : মাহবুব সৈয়দ
এডিটর : মামুন শাহ পিংকু l মোবাইল : 01312-747096
ডিজাইন : মো শফিকুল ইসলাম l যোগাযোগ :01935-922009