নিজেস্ব প্রতিবেদক:-সোমবার (০৪ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে নরসিংদী সদর উপজেলার বড়বাজারের হোসেন মার্কেটে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসান পাটোয়ারী। এ সময় ৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ২ শত ৫০ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ ও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার বলেন, আমরা ইতোমধ্যে নরসিংদী জেলার বিভিন্ন বাজারে এই জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছি। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ঠোঙ্গা, পাটের ও কাপড়ের তৈরি দীর্ঘদিন ব্যবহার উপযোগী ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। এরপরও বিভিন্ন জায়গায় ব্যবসায়িরা সচেতন হচ্ছে না। নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পলিথিন ব্যাগ ক্রয় বিক্রয় ব্যবহার বন্ধে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।