ব্রেকিং নিউজ
পলাশে শিক্ষকের হামলায় ৩ শিক্ষার্থী আহতের অভিযোগ পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন বিএনপি নেতাদের সাথে আতাঁত করে ইউপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পলাতক চেয়ারম্যান যুবলীগ ক্যাডার আনিছুর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক বিএনপি কর্মীর উপর হামলা ও দোকান ভাংচুর শিক্ষকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ মনোহরদী হাতিরদিয়া বাজারে জবর দখলকারী আলিশা চেয়ারম্যানের কাছ থেকে আদালতের রায়ের মাধ্যমে মার্কেট উদ্ধার নরসিংদী চালাকচর ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ নরসিংদী মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

Ads

ঘোড়াশালে চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ২৩ দেখা হয়েছে
সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

পলাশ (নরসিংদী) প্রতিনিধি :নরসিংদীর ঘোড়াশালে অটোচালক আবুল কালামকে ব্যাটারি চার্জের গ্যারেজে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনায় প্রধান আসামী জাহাঙ্গীর মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ঘোড়াশাল পৌর এলাকার উত্তর মিয়া পাড়ার মো: নাসির উদ্দীনের ছেলে।

গত বছরের ৪ ডিসেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত অটো চালক আবুল কালামের ভাই সাইদুল হক বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামী করে তার বাবা-মা ও স্ত্রীর বিরুদ্ধে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় জাহাঙ্গীর ছাড়া অপর তিন আসামীকেও ঘটনার দিন গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: নাসির উদ্দীন, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও পুত্রবধূ সাথী আক্তার।

নিহতের স্ত্রী রুবি ও স্বজনরা জানান, জাহাঙ্গীরের কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন আবুল কালাম। প্রতিদিনের মতো ৩ ডিসেম্বর সকালে অটো ভাড়া নিয়ে ঘোড়াশাল সড়কে বের হন তিনি। পরে পাঁচদোনা হয়ে শিলমান্দি এলাকায় গেলে তার অটো রিকাশাটি চুরি হয়ে যায়। এ ঘটনার পর আবুল কালাম কে ব্যাটারি চার্জের গ্যারেজে আটকে রেখে অটোর জরিমানার টাকার জন্য নির্যাতন করে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা।

কালামের স্ত্রী রুবি ও স্বজনরা তাকে সেখান থেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। পরের দিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টার ভিতরের এক সময়ে কালামকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা। পরে তারা মরদেহ নিচে নামিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কালামের মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এ এসআই মো: হারুন অর রশীদ জানান, অটো চালককে হত্যার ঘটনায় প্রধান আসামী জাহাঙ্গীরকে গোপন সংবাদের ভিত্তিতে আজ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নরসিংদী কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর