বিঞ্জে মুক্তি পেয়েছে সেকশন ৩০২। ইউটিউবে ট্রেন্ডিংয়ে একাধিক নাটক। বিরতির পরে কাজে ফেরা, প্রেমের গুজবসহ নানা প্রসঙ্গে ‘বিনোদন’–এর সঙ্গে কথা বললেন অভিনেত্রী তাসনুভা তিশা
তাসনুভা তিশা: এবার ফেরার পরে খুবই চিন্তা হচ্ছিল। কেউ আমাকে নিয়ে নাটক বানাবে কি না, কেউ প্রযোজনা করবে কি না, বলা যায় অভিনয় ক্যারিয়ার নিয়েই একধরনের অনিশ্চয়তা ছিল। কারণ, আমাকে নিয়ে কাজ না হলে তো দর্শকের কাছে যেতেও পারব না। কিছু কাজ হলেও শিক্ষার্থীদের আন্দোলনে একের পর এক নাটকের শুটিং বাতিল হচ্ছিল। আবার দেখা গেল, আন্দোলন শেষ। ইউটিউবে নাটকের দর্শক নেই। তার মধ্যে নাটক মুক্তি পাচ্ছিল আর আমি ভয়ে দিন পার করছিলাম। পরে তো দর্শকদের কাছে যেতে পেরেছি।
প্রথম আলো :
আগেও ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছেন, প্রতিবার নতুন করে আবার দর্শকের কাছে আসতে হয়েছে।
তাসনুভা তিশা: বিরতির পরে একেবারে নতুন করেই শুরু করতে হয়। দেখা যায় আমি ফর্মে ছিলাম, নিয়মিত কাজ করছি, সেখানে থেকে ব্যক্তিগত কারণে বিরতি নিয়েছি। কিন্তু সময় তো কারও জন্য অপেক্ষা করে না। মা হওয়ার আগে ও পরে দীর্ঘ একটি বিরতি দিয়েছি। যে কারণে দর্শকের আগ্রহ নিয়েই বেশি ভেবেছি, দর্শক আমাকে কতটা নেবে...আমি কি আর ফর্মে ফিরে যেতে পারব। এই জন্য ঠিক পরীক্ষার সময়ের মতো সচেতন হয়ে নিয়মিত ডায়েট, জিম করে শরীর ঠিক করেছি। সেখানে বাধাবিপত্তি পেরিয়ে দুঃসময়েও পাস করে গেছি।
সাধারণ সম্পাদক : মাহবুব সৈয়দ
এডিটর : মামুন শাহ পিংকু l মোবাইল : 01312-747096
ডিজাইন : মো শফিকুল ইসলাম l যোগাযোগ :01935-922009