সাংবাদিক রাসেলকে বাসায় গিয়ে হুমকি দিয়েছে সহিদ নামে এক সন্ত্রাসীসহ ২০-২৫ জনের একটি দল। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা সাংবাদিক রাসেলকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক ক্ষতির হুমকি দেয়। ঘটনার পরপরই তিনি নিরাপত্তার স্বার্থে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলা এসব ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।