ব্রেকিং নিউজ
সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে ”                             বিএনপির এক নেতা হ্যামিলিওনের বাঁশিওয়ালা হয়ে ভোটের মাঠে কাজ করতে প্রস্তুত পলাশের ছাত্রদল পলাশে প্যারালাইজড আম্বিয়াকে হুইলচেয়ার উপহার পলাশে হতদরিদ্ররা পেল না নতুন জামা ও ঈদ সামগ্রী- “নেই নেতাদের উদ্যোগ” নরসিংদীর পলাশে এলাকাবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ – সৌজন্যে” ড. আবদুল মঈন খান নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত ঘোড়াশাল পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল নরসিংদীর পলাশে ইমাম ও উলামাদের মাঝে ঈদ উপহার বিতরণ নরসিংদী শিবপুর আইয়ুবপুরে টাকার বিনিময়ে আওয়ামী লীগ পুনর্বাসন করছেন বিএনপির নাম ধারী কিছু নেতা নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Ads

সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে ”                             বিএনপির এক নেতা

রিপোর্টারের নাম / ২ দেখা হয়েছে
সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

পলাশ নরসিংদী,

পলাশের গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নিজ ভিটায় ও বিক্রি করার ফলে  গুরুত্বপূর্ণ   সড়ক  ভেঙে পড়বে বলে অভিযোগ উঠে। এছাড়া   বর্ষা মৌসুম বৃষ্টির দিন আসলেই এই সড়কটি ভেঙ্গে পড়বে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, গত কয়েকদিন  সরকারী খাল থেকে মাটি বিক্রির ও নিজ ভিটায় নিয়ে যাচ্ছেন বিএনপির নামধারী এই নেতা (মহসিন মিয়া), রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি খালের মাটি কাটছেন এবং তা বিক্রি করে বিপুল অর্থ ও হাতিয়ে নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র দায়ের করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি  এ,এইচ,ফখরুল হোসাইন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন অভিযোগ পাওয়ার সাথে সাথে ভূমি অফিসের নায়েবকে পাঠিয়ে তাৎক্ষণিক মাটি কাটা বন্ধ  করি, এবং থানায় ও একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।

এলাকা বাসির পক্ষে  অভিযোগ কারি বলেন আমি মোঃ মোস্তাফিজুর রহমান (৪৮), পিতা-মৃত আফতাব উদ্দিন, সাং-নোয়াকান্দা, থানা-পলাশ, জেলা-নরসিংদী।  বিবাদী ১। মোহাসিন মিয়া (৪২), পিতা-মৃত অলিউল্লাহ সাং-নোয়াকান্দা (পূর্বপাড়া), থানা-পলাশ, জেলা-নরসিংদীর।

উপরোক্ত বিবাদী উশৃংখল, দাঙ্গাবাজ ও লাটিয়াল প্রকৃতির লোক। বিবাদী মোহাসিন মিয়া আমাদের নোয়াকান্দা উত্তরপাড়া সরকারী খালের জায়গা হইতে কিছুদিন যাবৎ রাতে ও দিনে মাটি কাটে আসছে। পলাশ থানাধীন নোয়াকান্দা উত্তরপাড়া জনৈক মোজ্জামেল হক এর বসত বাড়ির পাশে সরকারি খাল হতে উপরোক্ত বিবাদী তার লোকজন দিয়া মাটি কাটে মূল্য অনুমানিক-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ।
এমতাবস্থায় আমি ও এলাকার কিছু লোকজন সচেতন নাগরিক হিসাবে গত ইং ০৫/০৪/২০২৫ তারিখ সকাল ১০.০০ টায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন ঘটনাস্থলে গিয়া বিবাদীকে সরকারি জায়গা হইতে মাটি কাটিতে বাধা প্রধান  করিলে বিবাদীসহ তাহার লোকজন আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগাল করিতে থাকে। আমরা বিবাদীসহ তাহার লোকজনদের গালিগালাজ করিতে বাধা দিলে বিবাদী আমাদেরকে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল হইতে চলে যেতে বলে। পরবর্তীতে আমিসহ আমাদের এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিবাদীর প্রাণনাশের হুমকির ভয়ে ঘটনাস্থল হইতে চলে আসি। উক্ত বিষয়টি নিয়া এলাকার গন্যমান্য লোকজনের সহিত আলোচনা করিয়া এলাকা বাসির পক্ষ থেকে পলাশ উপজেলা নির্বাহী অফিসার বরাবর  নিকট অভিযোগ দায়ের করি।

স্থানীয়রা এই অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। তারা বলেন, আইন সবার জন্য সমান হলে এ ধরনের অপকর্ম বন্ধ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর