ব্রেকিং নিউজ
নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত ঘোড়াশাল পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল নরসিংদীর পলাশে ইমাম ও উলামাদের মাঝে ঈদ উপহার বিতরণ নরসিংদী শিবপুর আইয়ুবপুরে টাকার বিনিময়ে আওয়ামী লীগ পুনর্বাসন করছেন বিএনপির নাম ধারী কিছু নেতা নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ভগিরথপুর দারুল উলুম আল হাছান ওয়াল হোসাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ধর্ষকের বিচার দাবিতে নরসিংদীতে শহীদ জিয়া পরিষদের মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত নরসিংদীর পলাশে পৌর বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরী নরসিংদীর পলাশে পৌর বিএনপির নেতার নামে ফেসবুকে গুজব

Ads

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্বামী

রিপোর্টারের নাম / ৭৫ দেখা হয়েছে
সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নিজেস্ব প্রতিবেদক:-
৭ বছর আগে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন সাইদুর রহমান রহিদ। তাদের সংসারে রয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তান। সম্প্রতি স্ত্রী স্থায়ীভাবে নিজের বাপের বাড়িতে থাকা নিয়ে তার সাথে কলহ চলে আসছিল।

এরই জের ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকাল রাতে বাড়ি থেকে বের হয় স্বামী। পুরানপাড়া এলাকায় চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে হত্যা করে। আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

মারা যাওয়ার আগে ফেসবুকে লিখে গেছেন, প্রতিটি ছেলের জীবনেই প্রথম প্রেম তার মা, দ্বিতীয় জন সহধর্মিণী আর তৃতীয় তার সন্তান। আমা পারসেপশন ছোটবেলা থেকেই এমন। কিন্তু বিবাহিত জীবনে এসে আমি দুটোকে ব্যালেন্স করতে পারলাম না। সবকিছু ঠিকঠাক ছিল, মাজখানে তাহুরা ও তার পরিবার দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। আজ ৪ মাস ২৩ দিন আমরা সেপারেশনে আছি। আমি অনেক আকুতি-মিনতি করেছি, বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। আজকেও তুমি নিজে আমাকে ডেকে এনে আমার বাচ্চাকে দুচোখ ভরে দেখতে দিলে না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না; সেই তুমি প্রতারণা করলে। তোরা আমাকে অনেক অপমান করেছিস। ভালো থাকিস তোরা সবাই। এই পৃথিবীতে আমার সফর এই পর্যন্তই ছিল। পৃথিবী আমাকে অনেক কিছুই দিয়েছে আলহামদুলিল্লাহ। বিদায় আলবিদা।

নিহতের স্বজনদের দাবি, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন সাইদুর। মারা যাওয়ার আগে নিজের ফেসবুকে সবই লিখে গেছে। শেষবারের মতো তার সন্তানের মুখটিও দেখায়নি তার স্ত্রী। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

রেলওয়ে ইনচার্জ শহিদুল্লাহ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর