ব্রেকিং নিউজ
জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং নরসিংদী’র পলাশের জিনারদীতে আওয়ামী লীগের দোসর ফাহাদ বাহিনীর হামলা– –আহত- ৪ পলাশে শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে তারুণ্যের উৎসবে বাহারি রকম পিঠার সারি মাধবদীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্রদের সবক প্রদান ও সবক সমাপনী অনুষ্ঠিত ময়মনসিংহে আস্থা লাইফ ইন্সুরেন্সের ব্যবসায়িক সভা নরসিংদী শিবপুরে আব্দুল কাদির মোল্লার থার্মেক্স গ্রুপে জুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৩ বাদল মোল্লা আটক মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় ল্যানের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে আইন-শৃঙ্খলা বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত

Ads

পলাশে শীতকালীন সবজিতে বাজার ভরপুর, কমেছে দাম

রিপোর্টারের নাম / ১৫ দেখা হয়েছে
সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মোঃজাহিদ মিয়া,পলাশ নরসিংদী।

নরসিংদীর পলাশ উপজেলার কাঁচাবাজার গুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে কমেছে সবজির দাম। যে আলু গত সপ্তাহে বিক্রি হতো ৯০টাকা কেজি সেই আলু এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। দীর্ঘদিন আলোচনায় থাকা কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০টাকায়। এছাড়াও প্রায় প্রতিটি সবজির দাম এখন কমে আসায় ক্রেতাদের স্বস্তি ফিরেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) পলাশ উপজেলার খানেপুর, নতুন বাজার, ঘোড়াশাল সাদ্দাম বাজার, চরসিন্দুর বাজার ও ডাংগাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ বেড়েছে এ কারণে দামও কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, আলু ৪৫ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, মুলা ৩৫ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০টাকা, লতি ৬০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা, গাজর ৫০টাকা, কচুরমুখী ৭০টাকা, টমেটু ৭০টাকা, শিম ৪০ থেকে ৫০টাকা, শালগম ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা দরে।

এছাড়াও ধনে পাতার আঁটি ২০টাকা, পেঁয়াজের কলি ৫০ থেকে ৬০টাকা বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০ থেকে ৩০টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০-৭০টাকা।

বাজারে লালশাকের আঁটি ১৫ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০টাকা, ডাঁটা শাক ১০ টাকা, কলমি শাক ১০টাকা ও পালংশাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।

উপজেলার ঘোড়াশাল, পলাশ ও  ডাংগা বাজার গুলোতে নজর করলে দেখা যায় ক্রেতাদের স্বস্তি ফিরে এসেছে,ডাংগা বাজারে বাজার করতে আসা ইমান আলী বলেন, সবজির দাম কমায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। যে আলু কয়দিন আগেও ৮০টাকায় কিনতাম সেই আলু এখন ৪৫ টাকায় পাচ্ছি। তবে নিম্ন আয়ের মানুষের জন্য কমলে আরও ভালো হতো।

সাদ্দাম বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সব ধরণের সবজির সরবরাহ বেড়েছে, শীতকালীন সবজিতে ভরপুর বাজার। টমেটুসহ কয়েকটি সবজির দাম কয়েকদিন পর আরও কমে আসবে।

পলাশের ঘোড়াশাল বাজার কমিটির সেক্রেটারি আবুল কাসেম জানান, বাজারের প্রায় সবজির দামই কমেছে। যতটুকু কমার দরকার ততটুকুই যেন কমে এর বেশি যেন না হয় সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর