মোঃ বেলায়েত হোসেন, পলাশ নরসিংদী।
ঘোড়াশাল পৌর এলাকার পলাশ ভাড়ারিয়াপাড়া গ্রামে( ৩০)মার্চ রবিবার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ভূঁইয়া । প্যারালাইজড আম্বিয়া( ৪৮)কে হুইলচেয়ার উপহার দিয়ে সমাজের প্রতি দায়িত্ববোধের এক অনন্য নজির স্থাপন করেছেন।
আম্বিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতার কারণে চলাচল করতে পারতেন না। তাই তিনি অত্যন্ত মানবতার জীবনযাপন করতেন।তার পরিবারের আর্থিক অবস্থা নাজুক হওয়ায় তারা একটি হুইলচেয়ার কিনতে সক্ষম ছিলেন না। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহেল ভূইয়া ডক্টর আব্দুল মঈন খান এর উদ্যোগে একটি হুইলচেয়ার সংগ্রহ করে তার হাতে তুলে দেন।
এই মহতী উদ্যোগের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক দপ্তর সম্পাদক ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল নাজমুল ইসলাম জুয়েল সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নাজমুল হোসেন সোহেল ভূঁইয়া বলেন, “মানবসেবাই সর্বোচ্চ ধর্ম। সমাজের অসহায় ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশাবাদী, এই ক্ষুদ্র উদ্যোগ তার জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দেবে।”
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত আম্বিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে চলাফেরার কষ্টে ভুগছিলাম। আজ এই হুইলচেয়ার পেয়ে নতুন জীবনের আশার আলো দেখতে পাচ্ছি। আমি নাজমুল হোসেন সোহেল ভূঁইয়া ও ছাত্রদল পরিবার এবং ডঃ আব্দুল মঈন খান স্যার এর প্রতি চির কৃতজ্ঞ।
স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলো ছাত্রদল নেতার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।