ব্রেকিং নিউজ
জিপিএইচ ইস্পাতের আয়োজনে গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং নরসিংদী’র পলাশের জিনারদীতে আওয়ামী লীগের দোসর ফাহাদ বাহিনীর হামলা– –আহত- ৪ পলাশে শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে তারুণ্যের উৎসবে বাহারি রকম পিঠার সারি মাধবদীতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্রদের সবক প্রদান ও সবক সমাপনী অনুষ্ঠিত ময়মনসিংহে আস্থা লাইফ ইন্সুরেন্সের ব্যবসায়িক সভা নরসিংদী শিবপুরে আব্দুল কাদির মোল্লার থার্মেক্স গ্রুপে জুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৩ বাদল মোল্লা আটক মাধবদী ও বাবুরহাট দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় ল্যানের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে আইন-শৃঙ্খলা বাহিনীর মাসিক সভা অনুষ্ঠিত

Ads

নরসিংদী বেলাব তে সংখ্যালঘুদের ২০০ বছরের পুরানো মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ আতাউর গংদের বিরুদ্ধে

রিপোর্টারের নাম / ২১ দেখা হয়েছে
সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ক্রাইম রিপোর্টার :

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাজারে অবস্থিত ২০০ বছরের পুরনো শশধর মাস্টার মার্কেটটি জবরদখলের চেষ্টা করছেন ভূমিদস্যু আতাউর মিয়া ও তার সহযোগীরা।
শশধর মাস্টার পরিবারের সূত্রে জানা যায়, তাদের বংশগত সম্পত্তি হিসেবে দীর্ঘ দুই শতাব্দী ধরে এই মার্কেটটি তারা ভোগদখল করে আসছেন। বর্তমানে মার্কেটটিতে প্রায় ৫০টি দোকান রয়েছে, যেখানে ব্যাংক এশিয়া, বিসমিল্লাহ ইলেকট্রনিক্স, ফ্যাশন , সুতার দোকান, কাপড়ের দোকান ফ্যাশন হাউজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ভূমিদস্যুদের তৎপরতা

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর মিয়া গং জাল দলিল তৈরি এবং পেশিশক্তি ব্যবহার করে এই ঐতিহ্যবাহী মার্কেটটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শশধর মাস্টারের ছেলে প্রশান্ত অভিযোগ করেছেন, সংখ্যালঘু পরিবার হওয়ার কারণে তাদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে এবং নির্যাতনের শিকার হতে হচ্ছে। পাশাপাশি হত্যার হুমকি দিচ্ছে আতাউর মিয়া গং।

ব্যবসায়ীরা জানান, শশধর মাস্টারের কাছ থেকে তারা বহু বছর ধরে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। শশধর মাস্টারের মৃত্যুর পর তার ছেলে প্রশান্ত বাবু কাছে নিয়মিত ভাড়া পরিশোধ করছেন তারা। ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মালিক জানান, ২০১৩ সালে শশধর মাস্টারের কাছ থেকে ভাড়া নিয়ে চারতলা ভবনে ব্যাংক পরিচালনা শুরু করেন, যা এখনও অব্যাহত রয়েছে।

আইনি প্রক্রিয়া এবং হুমকি

এই জমি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। আইনজীবী সহকারী সেলিম মিয়া জানিয়েছেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই জমি জালিয়াতি করে দখলের চেষ্টা করছে। মামলা পরিচালনাকারী নাজমুল কাদিরের চেম্বারে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মাস্টারের ছেলে জানান, প্রশান্ত জানান “আমরা ওয়ারিশ সূত্রে এই মার্কেটের মালিক এবং দীর্ঘদিন ধরে এটি ভোগদখল করে আসছি। কিন্তু আমরা সংখ্যালঘু হওয়ায় ভূমিদস্যুরা আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং ভারতের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দেশবাসীর সহযোগিতা চাই।”

দেশবাসীর প্রতি আহ্বান

সংখ্যালঘু এই পরিবারের ওপর অন্যায় ও নির্যাতন বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একদিকে ঐতিহ্যবাহী এই মার্কেট রক্ষার দাবি, অন্যদিকে সংখ্যালঘুদের মৌলিক অধিকার সুরক্ষিত করার তাগিদে সকলের সহযোগিতা প্রত্যাশা করছে সংখ্যালঘু শিক্ষক পরিবার।

সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সুশীল সমাজ, গণমাধ্যম, এবং প্রশাসনের যৌথ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্তের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা উচিত। শশধর মার্কেট এর বর্তমান মালিক প্রশান্ত জানান একজন শিক্ষক পরিবারের সন্তান হিসেবে ও সংখ্যালঘু হিসেবে আমি প্রশাসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য সহযোগিতা চাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর