স্টাফ রিপোর্টার ঃ
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, দুপুর ১২টায় হোটেল কোয়ালিটি ইন এন্ড রেস্টুরেন্ট, গুলশান-২, ঢাকায় দৈনিক লাল সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন পাক্ষিক অপরাধ জগতের ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। একইসাথে সেরা সাংবাদিক ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল সাদেকুর রহমান, মোঃ রেজাউল করিম (ডিএজি), এডভোকেট, সুপ্রীম কোর্ট, ঢাকা এবং মোঃ বোরহান ইবনে রুহুল (সুজন আমিন), চেয়ারম্যান, আমিন গ্রুপ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব সোহেল আহমেদ, সম্পাদক ও প্রকাশক, দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগত।
সম্মেলনে সারাদেশ থেকে আগত শতাধিক সাংবাদিকের মিলনমেলা হয়। পত্রিকার পক্ষ থেকে আইডি কার্ড, টি-শার্ট ও ফিতা উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়াও একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল।
সেরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পদে পুরস্কার পেয়েছেন:
* শ্রেষ্ঠ সহকারি সম্পাদক: মোশারফ হোসেন নিলু
* চীফ রিপোর্টার: মাহবুবুর রহমান খান খোকন
* স্পেশাল করেসপন্ডেন্ট: মাসুদ রানা বাবুল
* মহানগর প্রতিনিধি: মাসুম বিল্লাহ
* বিশেষ প্রতিবেদক: রিপন
* জেলা প্রতিনিধি: আব্দুর রহমান খান ওমর
* উপজেলা প্রতিনিধি: মৌসুমী আক্তার
গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়:
* স্যার ড. কর্নেল কলিম উল্লাহ
* কর্নেল সাদিকুর রহমান
* ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা লিয়াকত আলী
এছাড়াও অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।