ব্রেকিং নিউজ
সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে ”                             বিএনপির এক নেতা হ্যামিলিওনের বাঁশিওয়ালা হয়ে ভোটের মাঠে কাজ করতে প্রস্তুত পলাশের ছাত্রদল পলাশে প্যারালাইজড আম্বিয়াকে হুইলচেয়ার উপহার পলাশে হতদরিদ্ররা পেল না নতুন জামা ও ঈদ সামগ্রী- “নেই নেতাদের উদ্যোগ” নরসিংদীর পলাশে এলাকাবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ – সৌজন্যে” ড. আবদুল মঈন খান নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত ঘোড়াশাল পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল নরসিংদীর পলাশে ইমাম ও উলামাদের মাঝে ঈদ উপহার বিতরণ নরসিংদী শিবপুর আইয়ুবপুরে টাকার বিনিময়ে আওয়ামী লীগ পুনর্বাসন করছেন বিএনপির নাম ধারী কিছু নেতা নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Ads

দীঘির বিয়ে ৮ নভেম্বর

রিপোর্টারের নাম / ৫৯ দেখা হয়েছে
সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বিনোদন প্রতিবেদক:-
তিন মাস অপেক্ষার পর চূড়ান্ত হলো চিত্রনায়িকা দীঘির বিয়ের তারিখ। ৮ নভেম্বর হলে দর্শক উপভোগ করবেন বিয়ের আনুষ্ঠানিকতা। গত শুক্রবার চরকির ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’। এ সিনেমায় দেখা যাবে দীঘির বিয়ে।

গত জুলাইয়ে ফেসবুকে একটি বিয়ের কার্ড পোস্ট করেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি আর বাকি অংশ তিনি ঢেকে রাখেন হাত দিয়ে। এরপর গুঞ্জন শুরু হয় বিয়ে করছেন দীঘি।

কয়েক দিন পর থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করে দীঘি জানান, বিয়েটা তাঁর নয়, এ সিনেমায় তাঁর অভিনীত চরিত্র প্রিয়ন্তির। ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ।

‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় শাওন ও দীঘি। ছবি: চরকির সৌজন্যে
এরপর চরকি জানায় ওটিটিতে নয়, প্রিয়ন্তির বিয়ে দেখা যাবে প্রেক্ষাগৃহে। গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর ৮ নভেম্বর মুক্তির তারিখ ঘোষণা করল চরকি।

চরকি থেকে জানানো হয়েছে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে সিনেমাটি, অর্থাৎ সব বয়সী দর্শকেরা দেখতে পাবেন।

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। গল্পে দেখা যাবে, অসংখ্য ক্যাজুয়াল ও অনলাইন ডেটিংয়ের পর বিয়ের জন্য রাজি হয় প্রিয়ন্তী। তার একটাই চাওয়া—ডেস্টিনেশন ওয়েডিং। মানে বাড়ি কিংবা কনভেনশন সেন্টারে নয়, দূরে কোনো পর্যটনকেন্দ্রে হতে হবে এই বিয়ের আয়োজন। প্রিয়ন্তীর ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানের দায়িত্ব পায় সায়রা। এ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। প্রিয়ন্তির বিয়েকে কেন্দ্র করে সেখানে ঘটতে থাকে নানা ঘটনা।

‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমার পোস্টার। ছবি: চরকির সৌজন্যে
সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এখন পর্যন্ত যত কাজ করেছি, এটা পুরোপুরি ভিন্ন একটা সিনেমা। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালো লাগার পাশাপাশি একটু ভয়ও আছে।’

থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স সিনেমা দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে রেজাউর রহমানের। নির্মাতা বলেন, ‘আমি খুব এক্সাইটেড। সিনেমা হলে এমন জনরার সিনেমা শেষ কবে এসেছে, আমার মনে নেই। ফিল গুড ঘরানার সিনেমা আমার খুব পছন্দের এবং সেই ধরনের একটা কাজই আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তির অনুমতি পেয়েছে, এটা নিয়ে খুব খুশি।’

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর প্রমুখ।

এটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা। এর আগে চারটি সিনেমা মুক্তি পেয়েছে ওটিটিতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর