oppo_2
পলাশ(নরসিংদী)প্রতিনিধি:-মহান বিজয় দিবস উপলক্ষে ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়।
সোমবার ২টায় পৌরসভা হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,পৌর সচিব-মোঃতাজেল ইসলাম হাওলাদার। প্রকৌশলী-কাজী মোঃ ওবায়েত।সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা-মোঃমাহাবুব আলম।মুক্তিযোদ্ধা কমান্ডর-পবিএ দত্ত।কমান্ডর-মোঃমরতুজ আলী।কমান্ডর- নূরুল ইসলাম প্রমূখ।