মোঃ জাহিদ মিয়া,পলাশ নরসিংদী:
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুলিশ লীগের নির্যাতনে ১০ বছর পঙ্গুত্ব বরণ করে এক বুক কষ্ট বুকে নিয়ে চলে গেলেন না ফেরার দেশে, নরসিংদীর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক লিমন (৩২) আজ রোজ মঙ্গলবার সকাল আটটার দিকে তার নিজ বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কর্তাতৈল তাহার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে মা বাবা এক বোন স্ত্রী ও এক শিশু কন্যা সহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছে তিনি। নরসিংদী জেলার যুবদল সভাপতি, মহসিন হোসেন বিদ্যুৎ জানান
প্রায় দশ বছর আগে মিথ্যা ও হয়রানি মূলক একটি মামলার জামিন নিয়ে নরসিংদী কোর্ট থেকে বের হয় তানজিরুল হক লিমন পরবর্তী সময়ে আবার কোর্টে হাজিরা দিয়ে বের হলে তৎকালীন ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায় এতে সে পঙ্গু হয়ে যায় দীর্ঘদিন পঙ্গুত্ববরণ করে আজ তার মৃত্যু হয় দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। নিহতের চাচাতো ভাই এনামুল হক সরকার জানান সোমবার ২৩ ডিসেম্বর দিবাগত শেষ রাতের দিকে বুকে ব্যথা উঠে তানজিরুল হক লিমনের পরে সকালে তাকে হাসপাতালে নেওয়ার পূর্বেই নিজের বাড়িতে তার মৃত্যু হয়।
নিহতের নিজ বাড়ি কর্তাতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে, তানজিরুল হক লিমন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার কর্তাতৈল গ্রামের সাইদুল হক সরকারের ছেলে সে তার বাবা মার একমাত্র ছোট ছেলে ছিলেন।
তার স্ত্রী এডভোকেট শারমিন সুলতানা নরসিংদীর জজকোর্টে প্র্যাকটিস করেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।